
নাহি বর্ণনার ছটা
ঘটনার ঘন ঘটা
নাহি তত্ত্ব নাহি উপদেশ,
অন্তরে অতৃপ্তি রবে,
সাঙ্গ করি মনে হবে-
শেষ হইয়াও হইলো না শেষ
১৪২৬ -এর শীতকাল বারে বারে কবিগুরুর এই কবিতা টার কথা মনে করিয়ে দিচ্ছে। মাঘ মাসের শেষ সপ্তাহতেও শীত নিজের উপস্থিতি জানান দিয়ে যাচ্ছে। বেশ কয়েকবার শীত চলে গিয়েও ফিরে এসেছে বঙ্গে। কারন ছিল পশ্চিমী ঝঞ্জা।
কি বলছে হাওয়া অফিস ?
আবারও পশ্চিমী ঝঞ্ঝা এবং ঘূর্ণাবাতের ফলে আবহাওয়ার আমূল পরিবর্তন হতে পারে। এমনটাই জনিয়েছে হাওয়া অফিস। শুক্রবার সকাল থেকে হালকা কুয়াশা এবং আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে । এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতও হতে পারে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।
কোন কোন জেলায় বৃষ্টির পুর্বাভাস রয়েছে ?
শুক্রবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণের এবং পশ্চিমের জেলাগুলিতে। অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, ওড়িশা এবং ঝাড়খণ্ড সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এই সব জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুক্র এবং শনিবার কোলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনার রয়েছে বলে দাবি করেছে, আলিপুর আবহাওয়া দপ্তর।
তাপমাত্রা কত রয়েছে ?
কোলকাতায় বৃহস্পতিবার এবং বুধবার সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৬.৫ এবং ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তাপমাত্রা রয়েছে সর্বোচ্চ ২৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭ ডিগ্রি সেলসিয়াস।
ঝঞ্ঝার আগমনে তাপমাত্রা বেড়ে গেছে খানিকটা। ঝঞ্ঝা এবং পুবালী বাতাসের সংঘর্ষে কোলকাতা এবং রাজ্যের অন্যান্য তিন জেলা সহ, উত্তর পশ্চিম এবং মধ্য ভারতেও হালকা বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
Posted by clickxnews on 2020-02-07 09:18:29
Tagged: