
আছিয়া বেগম থাকেন কুষ্টিয়া জেলার মোল্লাতেঘোরিয়া গ্রামে। স্বামী আর এক ছেলে নিয়ে তাদের সংসার। স্বামী রিক্সা চালান আর একটা ছেলে স্কুলে তৃতীয় শ্রেনীতে পড়ে। আছিয়া বেগম বিড়ি বানান, এতে তিনি ১০০শ বিড়ি তে ১০টাকা করে পান। প্রতিদিন তিনি ১২০০-১৫০০ বিড়ি বানাইতে পারেন। আর এই উপার্জন দিয়ে তিনি তার সংসাররের খরচ চালাইতে সাহায্য করেন। আছিয়া বেগম এর মত এই গ্রামের অনেক মহিলাই এই কাজটি করেন। আর এর মাধ্যমে তারা তাদের সংসার চালাইতে সাহায্য করে থাকেন।
June 15 Mollateghoria, Kushtia.
Posted by Rasel Rony on 2015-09-11 16:36:40
Tagged: , ngc , people , Photography , portrait , villege , women , woman_work , Bangladesh